এই নামটার সাথে অনেকেই পরিচিত নন ব্রয়লার বললে সবাই চেনে কিন্ত সেইফ ব্রয়লার এটা শোনার সাথে সাথে অনেকেই জিজ্ঞেস করে ব্রয়লার তো ব্রয়লার ই সেইফ এর কি আছে নীচে আমাদের সেই ব্রয়লার সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি যা বাজারের ব্রয়লার থেকে আমাদের সেইফ ব্রয়লার এর পার্থক্য নির্দেশ করে
১. এন্টিবায়োটিক মুক্ত- বাজারের মুরগিগুলো যখন অসুস্থ হয় মুরগিকে সুস্থ করার জন্য এন্টিবায়োটিক দেয়া হয় আমাদের সেইফ ব্রয়লার এন্টিবায়োটিক মুক্ত।
২. ফিড মিট এবং বোন মিল মুক্ত- বাজারের মুরগি গুলোকে ফিড হিসাবে রাসায়নিক বর্জ্য খাওয়ানো হয় যা ক্যান্সারের মেইন কারন আমাদের মুরগিগুলোকে নিজস্ব রেশনে তৈরিকৃত ফিড দেয়া হয় যা সম্পূর্ণ সেইফ।
৩. গ্রোথ হরমোন মুক্ত- বাজারের মুরগি গুলোকে এক ধরনের হরমোনাল ইঞ্জেক্ট দেয়া হয় যাতে করে মুরগিগুলো খুব দ্রুত বড় হয় আমাদের মুরগি গুলোকে এ রকম কোন ইঞ্জেকশন দেয়া হয় না।
৪. রান্নায় পার্থক্য- বাজারের মুরগি রান্নার সময় খুব সহজেই গলে যায় আমাদের সেইফ ব্রয়লার গলতে একটু সময় নেয় এবং এর হাড্ডি ও মাংস খুব সুস্বাদু হয়ে থাকে।
এ গুলো ছাড়াও আমাদের মুরগির আরও কিছু বিশেসত্ত্ব রয়েছে যেমন-
১. গতানুগতিক লিটারের পরিবর্তে মাচা পদ্ধতির মেঝে।
২. হালাল ভাবে জবাই ও পরিষ্কার ভাবে ড্রেসিং করা হয়।
If you want to use the photo it would also be good to check with the artist beforehand in case it is subject to copyright. Best wishes. Aaren Reggis Sela
If you want to use the photo it would also be good to check with the artist beforehand in case it is subject to copyright. Best wishes. Aaren Reggis Sela
These are truly great ideas in about blogging. You have touched some good things here. Riane Avery Cherianne
Some truly prize articles on this internet site , saved to favorites . Raye Bartolemo Lawson